ইন্টারনেট বন্ধ, রেডিওতে আতঙ্ক, টিভিতেও এসেছে বার্তা।
রাজধানী ছেড়ে যেতে হবে, বলেছেন আমাদের কর্তা।
শহরটা যাচ্ছে ঢেকে ধোঁয়ায়। তাই পালাতে হবে ভাই।
কিন্তু শহর ছেড়ে পালাতে গেলেই বারুদের ঘ্রাণ পাই।
আকাশে চলছে সুপারসনিক, ভেঙে সাউন্ড ব্যারিয়ার।
জান বাঁচাতে ব্যাস্ত সবাই। কিসের সম্পদ? কিসের ক্যারিয়ার?
সড়কে জ্যাম, রেল বন্ধ, ফুটপাতে পা ফেলার ঠাঁই নাই।
কিন্তু শহর ছেড়ে পালাতে গেলেই বারুদের ঘ্রাণ পাই।
ফেলে স্বজন, প্রিয়জন, বন্ধু-প্রতিবেশী, দৌড়াচ্ছি প্রাণপণে।
যাবো কোথায়? খাবো কী? নেই কোনো ঠিক। চলছি আনমনে।
ডানে বায়ে দাঙ্গা, সুযোগ পেয়ে লুট। তবুও পাশ কেটে যাই।
কিন্তু শহর ছেড়ে পালাতে গেলেই বারুদের ঘ্রাণ পাই।
দূর মাঠে চলছে যুদ্ধ, উড়ছে ধোঁয়া, ঝরছে গুলি অতিমাত্রায়।
সৈনিকদের চোখে মুখে ভয়। ফিরবে কি তারা এ যাত্রায়?
ইতিহাস কি মিথ্যে? কই? তাদের মুখে তো বীরের হাসি নাই।
শহর ছেড়ে পালাতে গেলেই যে তাদের বারুদের ঘ্রাণ পাই।
রিফাত আহমেদ, ২৬ ফেব্রুয়ারি ২০২২
খুবই চমৎকার, আবার মর্মভেদী ও বাস্তবতা মিশানো লেখনী।।
ধন্যবাদ।