ফুলের বাগানে বয়ে যাচ্ছে নব ফাগুনি হাওয়া।
আকাশে ভারী সূর্য, একটুখানি ছায়া-ই শুধু চাওয়া।
তবে নেই বিশ্রামের সময়, নেই ঠাই খোঁজার সুযোগ।
আসছে প্রলয়কংকারি, ভয়ানক, তাণ্ডবের এক দুর্যোগ।
ঝর আসবে বলে আছি সঞ্চয়ের সন্ধানে।
কিন্তু মধু আহরণ হয় নাই – এমন ফুল পাবো কোন খানে?
আমি মধু-মক্ষিকা, খুঁজি ফুল, পুঁজি মধু।
চাই না দালান বাড়ি, সোনা কারি কারি। চাই মধুই শুধু।
যেদিকে চোখ যায়, দেখি ফুল সারি সারি।
তবে নেই কোনো ফুল খালি, মধু-মক্ষিকা সবখানে, হচ্ছে কাড়াকাড়ি।
করে একে অন্যকে কুপোকাত, চলছে কর্তৃত্বের ভাগাভাগি।
এরই মাঝে কিভাবে পাবো ফুল? পুঁজিবো মধু? হতে হবে কি বৈরাগী?
না, লড়বো না। করবো না জোর। প্রয়োজনে করবো প্রতীক্ষা।
থাকলাম না হয় কদিন হয়ে এই ফুল বাগানের নিঃসঙ্গ মধু-মক্ষিকা।