Rifat Ahmed | রিফাত আহমেদ

জলবায়ু সংকট: অরাজনৈতিক নির্মানের রাজনৈতিক সমালোচনা — লেখক ইসতিয়াক নূর মুহিত

জলবায়ু সংকট: অরাজনৈতিক নির্মানের রাজনৈতিক সমালোচনা — ইসতিয়াক নূর মুহিত

“জলবায়ু কোনো ক্লীশে পরিচয়ের রাজনীতি নয়, কোনো উগ্র রাজনৈতিক অবস্থান নয়, কোনো সাংস্কৃতিক পরিচয়ের একটিভিজম নয়। জলবায়ু ও পরিবেশ ইস্যুর মূর্তরূপের প্রকাশ অনিবার্য। সেটি বিবেচনা করা পরিবেশ রাজনীতির নির্মাণ হতে হবে মূলধারায়। কোনো আন্ডারগ্রাউন্ড বা ডান/বামের দ্বৈততায় স্থাপিত পরিবেশবাদী রাজনীতির সফলতার মুখ দেখবে না। এক্ষেত্রে, সেই মূলধারার রাজনৈতিক দলকে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউরোপের মত অহিংস বা প্যাসিফিস্ট হবার প্রয়োজন নেই। বরং, ভাষার দাবী, বাকস্বাধীনতার দাবী বা ভোটের অধিকারের দাবীর মত জলবায়ু সুরক্ষা নিশ্চিত করার দাবীও যে একটি মূলধারার দাবী…”

 

ইসতিয়াক নূর মুহিতের লেখা ‘জলবায়ু সংকট: অরাজনৈতিক নির্মানের রাজনৈতিক সমালোচনা’ বইটির একাংশ।

 

দেশে জলবায়ু সংকট নিরসনে স্ট্যান্ডার্ড প্রাকটিসের কিছু সীমাবদ্ধতা ও তার পসিবল সল্যুশন নিয়ে বন্ধু মুহিতের বিশ্লেষণধর্মী এই মৌলিক বইটি অর্ডার করতে পারবেন রকমারি থেকেঃ https://www.rokomari.com/book/228249/jolobayu-songkot/

 

I'd love to know your thoughts...

Scroll to Top