Rifat Ahmed | রিফাত আহমেদ

Rifat Ahmed's Banner

চট্টগ্রামে রেফিউজির মতো নিজ বাসার সামনে অবস্থান

বাস থেকে নামছি ভোর ৫ টায়। সাড়ে ৫ টার মধ্যে বাসার গেটের সামনে।

এই মুহূর্তে আমার জানামতে ফ্ল্যাটে সবাই নাই। তবে আগের রাতে যার কনফার্ম থাকার কথা ছিল তাঁকে বলে রাখছিলাম মেইন গেট টা ঘুমানোর আগে খুলে রাখতে। ভদ্রলোক খুলতে তো ভুলে গেছেই তার উপর ফোন বন্ধ করে ঘুমাইতেছে।

তার চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখন প্রায় আটটা বেজে গেছে কিন্তু পুরো বিল্ডিংয়ের একজনও ঘুম থেকে উঠে নাই।

প্রায় দু-আড়াই ঘণ্টা ধরে নিজ বাসার গেটে রেফিউজির মতো দাঁড়ায় আছি। পা ধরে গেছে, ফোনের চার্জ ও শেষ প্রায়। গতকাল বিকেল থেকে গাড়িতে গাড়িতে, তাই প্রকৃতিও ডাকা-ডাকি শুরু করে দিচ্ছে।
এদিকে রাস্তা দিয়ে যাওয়া আসা করা মুরুব্বীর আমারে নিয়ে আফসোস করা শুরু করছে।

সব মিলিয়ে খুব ভালো দিনকাল যাইতেছে।

 

I'd love to know your thoughts...

Scroll to Top