Rifat Ahmed | রিফাত আহমেদ

bKash - Payoneer - Payoneer account is linked successfully

ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ এনেছে পেওনিয়ার ইন্ট্রিগেশন

ফ্রিল্যান্সারদের আয় দেশে আনা সহজ করতে বিকাশ এনেছে রেমিটেন্স পেওনিয়ার ইন্ট্রিগেশন।

নতুন এই রেমিটেন্স অপশন থেকে ফ্রিল্যান্সাররা নিজেদের পেওনিয়ার একাউন্ট সংযুক্ত করতে পারবেন বিকাশ একাউন্টের সাথে। দেখা যাবে পেওনিয়ার একাউন্টের ব্যালেন্স বিকাশ অ্যাপ থেকেই।

তাছাড়া পেওনিয়ার একাউন্টের বৈদেশিক কারেন্সি দেশীয় মুদ্রায় রূপান্তর করা যাবে মুহূর্তেই। কিন্তু এর জন্য গ্রাহকের বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্টের সংযুক্তি থাকতে হবে। অথবা নতুন পেওনিয়ার একাউন্ট খুলে নিতে হবে বিকাশ অ্যাপ বা পেওনিয়ারের ওয়েবসাইট থেকে।

বিকাশ একাউন্ট পেওনিয়ার একাউন্টের সাথে সংযোগ করতে প্রথমে বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স অপশনে যেতে হবে। এরপর রেমিটেন্স পার্টনার হিসেবে পেওনিয়ার সিলেক্ট করতে হবে।

এর পরের পেজে ব্যবহারকারীকে তার পেওনিয়ার একাউন্ট এর তথ্য দিতে হবে। ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে পেওনিয়ার একাউন্টে লগিন করার পর একাউন্টটি বিকাশের সাথে লিংক করার কনফার্মেশন চাওয়া হবে।

সব কিছু সঠিকভাবে সম্পন্ন হলে বিকাশ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হবে।

 

 

এর পরে একইভাবে বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স অপশনে গিয়ে পেওনিয়ার একাউন্টে বিভিন্ন কারেন্সিতে ব্যালেন্স দেখা যাবে। বৈদেশিক মুদ্রা সরাসরি দেশীয় মুদ্রাতেও আনা যাবে বিকাশ অ্যাপে মুহূর্তেই। কিন্তু এর জন্য ২% পেওনিয়ার প্রসেসিং ফি প্রযোজ্য হবে। তবে ১০ মার্চ পর্যন্ত রেমিটেন্সের উপর ২% ক্যাশব্যাক বোনাসও দিচ্ছে বিকাশ।

তাছাড়া নতুন এই আপডেটে এনআইডি কার্ড দিয়ে ওপেন করা বিকাশ একাউন্টের তথ্যও পরিবর্তন করা যাবে অ্যাপ থেকে। এছাড়া কোনো রকম কাগজপত্র জমা ছাড়াই সেভিংস অপশন থেকে মাসিক সঞ্চয় স্কিম এর সুবিধা পাওয়া যাবে নতুন এই আপডেটে।

I'd love to know your thoughts...

Scroll to Top