Rifat Ahmed | রিফাত আহমেদ

খোদায় কয় এসব কি গণ্ড মূর্খ

খোদায় কয়, এসব কি গণ্ড মূর্খ?

বৃক্ষের ছোট্ট শাখা ভাঙ্গিয়া

পড়িলো পথিকের গায়ে।

 

তাই বলে গোটা বৃক্ষ কাটিয়া

ছায়া হারালো মোর ভা‘য়ে।

 

বন দূষে সেই পথিকের জাত

পথিক বলে দোষী সেই বৃক্ষ।

 

এদলে-ওদলে দাঙ্গা সারারাত

খোদায় কয়, এসব কি গণ্ড মূর্খ?

 

 

I'd love to know your thoughts...

Scroll to Top