কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই আর্ট, মিডজার্নি ও ইমেজ স্পেস নিয়ে “অসম্ভবকে সম্ভব করা এআইয়ের কাজ“-শীর্ষক আমার এই লেখাটি-র পরিমার্জিত সংস্করণ পড়ুন বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৩ সংখ্যায় ও অনলাইন পোর্টালে।
ইন্টারন্যাশনাল স্পেসস্টেশন নিয়ে সাজানো বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৩ সংখ্যাটি প্রকাশিত হলো আজ। এই সংখ্যায় আন্তর্জাতিক নভোস্টেশনের গবেষণা, ইতিহাস, ভবিষ্যৎ ও মহাকাশ স্টেশনে নভোচারীদের জীবনযাপন নিয়ে কতগুলো চমৎকার লেখার পাশাপাশি এআই আর্ট, মিডজার্নি ও ইমেজ স্পেস নিয়ে আমার একটা লেখাও আছে। ইমেজ স্পেস ও ম্যাথম্যাটিকাল লেটেন্ট স্পেস কিভাবে এআই আর্ট জেনারেট করে তা নিয়ে জানতে এমাসের বিজ্ঞানচিন্তায় আমার লেখাটি দেখতে পারেন।
নিবন্ধগুলো পড়তে এ মাসের বিজ্ঞানচিন্তা সংগ্রহ করুন আপনার এলাকার পত্রিকার হকার বা লাইব্রেরি থেকে অথবা অনলাইনে পড়ুন প্রথম আলোর পোর্টালে।
অনলাইনে বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৩ সংখ্যা কিনুন
বিজ্ঞানচিন্তায় আমার নিবন্ধটি অনলাইনে পড়ুন
অনলাইনে বিজ্ঞানচিন্তা পড়ুন