সকালে ঘুম থেকে উঠেই রক্ত দিতে বের হলাম। চট্টগ্রাম ব্লাড ব্যাংক থেকে রক্ত নেয়ার সময় মেডিক্যাল এসিসট্যান্ট জিজ্ঞেস করলো আগে দিয়েছি কিনা।
কয়বার দিয়েছি জিজ্ঞেস করলেন।
বললাম ৫-৬ বার।
যেহেতু আগে কয়েকবার দিয়েছি তাই ভদ্রলোক টেস্ট করা ছাড়াই রক্ত নিয়ে নিলেন। রক্ত দেয়া শেষ। রেস্ট করছি।
এমন সময় ল্যাব থেকে এসে বললো আপনি কি কনফার্ম আপনার গ্রুপ?
— হ্যাঁ।
যাকে রক্ত দিয়েছেন তাকে জিজ্ঞেস করেন উনাদের রক্তের গ্রুপ কি? আপনার ব্লাড তো ম্যাচ করছে না।
সাথে সাথে দুইজনকে কল দিয়ে কনফার্ম হলাম যে হ্যাঁ AB+ রক্তই দিয়েছি।
আমার তো এদিকে মাথা নষ্ট। ছোটোবেলায় একটা প্রাইভেট ক্লিনিক থেকে ল্যাব টেস্ট করিয়ে রেখেছিলো আব্বু। সেখানে AB+ এসেছিলো। এরপর কলেজ লাইফে প্রথম রক্ত দেয়া।
এর পরে সরকারি, প্রাইভেট, ব্লাড ব্যাংক, কোয়ান্টাম ফাউন্ডেশন মিলিয়ে ৬ বার রক্ত দিয়ে ফেলেছি।
কিন্তু এখন শুনতেছি আমার রক্তের গ্রুপই নাকি AB+ না B+।
তাইলে আগের রোগীগুলো কিভাবে বেঁচে আছে।
আর এতবার রক্ত দেয়ার পরেও কিভাবে কোনো ল্যাব থেকে বা রোগীদের আত্মীয়দের থেকে জানলাম না যে আমার রক্ত রোগীর সাথে ম্যাচ করতেছে না।
তারা কি বিনা টেস্টেই রক্ত দিয়ে দিচ্ছিলো নাকি এক্সচেঞ্জ করে দিচ্ছিলো। ব্লাড ম্যাচ না করলে তো আমাকে জানাবে কেউ তাই না?
এদিকে শিপন পোলাটারেও বিপদ ফেলে দিলাম। ওর আত্মীয়ের জন্য এখন নতুন করে ডোনার খোঁজা লাগবে।
নিজেরে সেই লেভেলের ভোঁদাই মনে হইতেছে এখন।
আপডেট — ৮ নভেম্বর ২০২২ঃ কিছুটা ইন্টারনেট ঘাটাঘাটি করে যা বুঝতে পারলাম, তা হলো B+ এর ডোনার চাইলে AB+ কে ব্লাড দিতে পারে। সেজন্য হয়তো আগের রক্ত দেয়াতে কোনো সমস্যা হয় নি। আরো কিছু রিসোর্স থেকে জানলাম যে অনেকের রক্তের গ্রুপও চেঞ্জ হয় তবে সেটা খুব রেয়ার। আপাতত পুনরায় টেস্ট না করে কনফার্ম হতে পারছি না আমার সাথে কোনটা ঘটেছে। রেফারেন্সঃ https://www.lgw.org/blog/how-can-i-give-blood/
আপডেট — ৪ জানুয়ারি ২০২৩ঃ অবশেষে নতুন করে ব্লাড গ্রুপিং টেস্টের মাধ্যমে কনফার্ম হলাম যে আমার ব্লাড গ্রুপ সত্যিই B+, AB+ নয়।