বন্ধু শোভন খেলতে খেলতে খেলোয়াড় থেকে কোচ, কোচ থেকে আন্তর্জাতিক রেফারি আর এখন স্পোর্টস মুভিতেও কাজ করা শুরু করেছে। সেই সুবাদে সিয়াম আহমেদ আর রাজকে ওর ট্যাকল করা দেখতে ‘দামাল’-এর স্ক্রিনিংয়ে আসা। কিন্তু দেখতে গিয়ে তো আমি অবাক।
বাংলা মুভিগুলোর কোয়ালিটি যে এই পর্যায়ে পৌঁছে গেছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস-ই করতাম না।
ক্যামেরার কাজ যে কতটা প্রফেশনাল তা বোঝানো যাবে না। যদি হলিউডের ইন্ডি মুভির কোয়ালিটির বলি তাহলেও ভুল হবে না বোধহয়।
অধিকাংশ দেশি ও ভারতীয়ও মুভির ক্ষেত্রে ভিডিওগ্রাফিতে সিমেট্রি ও সাবজেক্ট-ব্যাকগ্রাউন্ডের রেশিও নিয়ে আমার অনেক অভিযোগ থেকে। কিন্তু এই মুভিতে, স্পেশালি প্রথমার্ধে, প্রত্যেকটা শট স্কেল দিয়ে মেপে মেপে দেখানো যাবে। শেষের দিকে ঘটনা প্রবাহের প্রয়োজনে ইডিটিং একটু রাশড মনে হলেও প্রথম ৩০-৪০ মিনিটের প্রত্যকেটা শট ফ্রেম করে রাখার মতো।
দামাল (২০২২): ৮/১০
★★★★★★★★☆☆