Rifat Ahmed | রিফাত আহমেদ https://rifatahmed.com Writer | Mathematician | Marketer | Designer | Developer | Content Creator Tue, 09 Jan 2024 04:43:23 +0000 en-US hourly 1 201162801 Rifat Ahmed | রিফাত আহমেদ Writer | Mathematician | Marketer | Designer | Developer | Content Creator false FinOps – Understand, manage & optimise cloud spending for your organisation https://rifatahmed.com/finops-understand-manage-optimise-cloud-spending-for-your-organisation/ https://rifatahmed.com/finops-understand-manage-optimise-cloud-spending-for-your-organisation/#respond Mon, 17 Apr 2023 13:58:32 +0000 https://rifatahmed.com/?p=7397 Bangladesh Brand Forum‘s March 2023 edition is out now. You can read my thoughts on FinOps in this issue under the title “FinOps – Understand, manage & optimise cloud spending for your organisation.”

 

 

Read it online at BBF Digital

 

 

Read BBF’s March 2023 Edition

 

 

View this post on Instagram

 

A post shared by Rifat Ahmed (@rifat5670)

https://www.tumblr.com/rifat5670/714856742841876480/via-finops-understand-manage-optimise-cloud

]]> https://rifatahmed.com/finops-understand-manage-optimise-cloud-spending-for-your-organisation/feed/ 0 7397 ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ এনেছে পেওনিয়ার ইন্ট্রিগেশন https://rifatahmed.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%93%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/ https://rifatahmed.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%93%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/#respond Wed, 09 Feb 2022 20:00:39 +0000 https://rifatahmed.com/?p=3201 ফ্রিল্যান্সারদের আয় দেশে আনা সহজ করতে বিকাশ এনেছে রেমিটেন্স পেওনিয়ার ইন্ট্রিগেশন।

নতুন এই রেমিটেন্স অপশন থেকে ফ্রিল্যান্সাররা নিজেদের পেওনিয়ার একাউন্ট সংযুক্ত করতে পারবেন বিকাশ একাউন্টের সাথে। দেখা যাবে পেওনিয়ার একাউন্টের ব্যালেন্স বিকাশ অ্যাপ থেকেই।

তাছাড়া পেওনিয়ার একাউন্টের বৈদেশিক কারেন্সি দেশীয় মুদ্রায় রূপান্তর করা যাবে মুহূর্তেই। কিন্তু এর জন্য গ্রাহকের বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্টের সংযুক্তি থাকতে হবে। অথবা নতুন পেওনিয়ার একাউন্ট খুলে নিতে হবে বিকাশ অ্যাপ বা পেওনিয়ারের ওয়েবসাইট থেকে।

বিকাশ একাউন্ট পেওনিয়ার একাউন্টের সাথে সংযোগ করতে প্রথমে বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স অপশনে যেতে হবে। এরপর রেমিটেন্স পার্টনার হিসেবে পেওনিয়ার সিলেক্ট করতে হবে।

এর পরের পেজে ব্যবহারকারীকে তার পেওনিয়ার একাউন্ট এর তথ্য দিতে হবে। ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে পেওনিয়ার একাউন্টে লগিন করার পর একাউন্টটি বিকাশের সাথে লিংক করার কনফার্মেশন চাওয়া হবে।

সব কিছু সঠিকভাবে সম্পন্ন হলে বিকাশ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হবে।

 

 

এর পরে একইভাবে বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স অপশনে গিয়ে পেওনিয়ার একাউন্টে বিভিন্ন কারেন্সিতে ব্যালেন্স দেখা যাবে। বৈদেশিক মুদ্রা সরাসরি দেশীয় মুদ্রাতেও আনা যাবে বিকাশ অ্যাপে মুহূর্তেই। কিন্তু এর জন্য ২% পেওনিয়ার প্রসেসিং ফি প্রযোজ্য হবে। তবে ১০ মার্চ পর্যন্ত রেমিটেন্সের উপর ২% ক্যাশব্যাক বোনাসও দিচ্ছে বিকাশ।

তাছাড়া নতুন এই আপডেটে এনআইডি কার্ড দিয়ে ওপেন করা বিকাশ একাউন্টের তথ্যও পরিবর্তন করা যাবে অ্যাপ থেকে। এছাড়া কোনো রকম কাগজপত্র জমা ছাড়াই সেভিংস অপশন থেকে মাসিক সঞ্চয় স্কিম এর সুবিধা পাওয়া যাবে নতুন এই আপডেটে।

]]>
https://rifatahmed.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%93%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/feed/ 0 3201
ইভ্যালির দেনা এক হাজার কোটি, ছিল দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও https://rifatahmed.com/%e0%a6%87%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%93/ https://rifatahmed.com/%e0%a6%87%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%93/#respond Fri, 17 Sep 2021 14:00:48 +0000 https://rifatahmed.com/?p=3139 গতকাল র‍্যাবের হাতে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহক ও পণ্য সরবরাহকারিদের কাছে এক হাজার কোটি টাকা ঋণী থাকার কথা স্বীকার করে ইভ্যালির সিইও মোঃ রাসেল। এই দেনা পরিশোধে করতে না পারায় ইভ্যালিকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনাও ছিল প্রতিষ্ঠানটির এই প্রধান নির্বাহী কর্মকর্তার।

শুক্রবার দুপুরে র‍্যাবের সংবাদ সম্মলনে এসব কথা জানান র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন। উনি আরো জানান রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের পরিকল্পনা ছিল ইভ্যালির ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ইভ্যালিকে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার। এতে করে তারা ইভ্যালির দায় হস্তান্তর করে নিজেরা দায়মুক্ত হওয়ার সাথে এই চুক্তি থেকে লভ্যাংশও পাওয়ার পরিকল্পনা করে আসছিল প্রথম থেকেই।

 

 

প্রাথমিক এই জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে ইচ্ছাকৃতভাবে এ সকল নেতিবাচক কৌশলের সাহায্য নেয়ার কথাও স্বীকার করে রাসেল। এ ছাড়া ইভ্যালির তিন বছর পূর্ণ হলে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্তির পর শেয়ার বিক্রির মাধ্যমে দায় এড়ানোর পরিকল্পনা করেন এই দম্পতি।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই দেনা পরিশোধের কোনো পথ রাখা হয়েছে কিনা তা জিজ্ঞাসা করলে তার কোনো সন্তুষ্টজনক উত্তর দিতে পারে নি রাসেল।

এই সকল তথ্যের ভিত্তিতে রাসেল-নাসরিন দম্পতির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

]]>
https://rifatahmed.com/%e0%a6%87%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%93/feed/ 0 3139